কলাম্বিয়ার রাজধানী বোগোটায় সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে কার্ফ্যু জারি করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
রাজধানীর বগোটায় লুটপাটের খবরও পাওয়া গেছে। সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, দেশ জুড়ে প্রায় আড়াই লাখ মানুষ রাস্তায় নেমে প্রেসিডেন্ট ইভান দুকুস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে। বিক্ষোভকালে তিন জন নিহত হয়। নিহতের ব্যাপারে তদন্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সরকারের সম্ভাব্য ন্যূনতম মজুরি ও পেনশন পদ্ধতিতে পরিবর্তন এবং কর সংস্কারের প্রতিবাদে কলম্বিয়ায় মানুষ বিক্ষোভ করছেন।