টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ঢাকার আইডিয়াল ‘ল’ কলেজের শিক্ষার্থী রূপা খাতুনকে গণধর্ষণ ও হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
অপর এক আসামীকে সাতবছরের কারাদন্ড দেয়া হয়। সোমবার সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া এ রায় দেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছেন, পরিবহনের চালক হাবিবুর, সহকারি শামীম, আকরাম ও জাহাঙ্গীর এবং সাত বছরের দন্ডপ্রাপ্ত হচ্ছেন সুপারভাইজার সফর আলী।
একই সাথে সুপারভাইজারকে এক লাখ টাকা জরিমানা এবং জব্দকৃত ছোঁয়া পরিবহনের বাসটি নিহত রুপার পরিবারকে আগামী সাত দিনের মধ্যে দিয়ে দেয়ার আদেশও দিয়েছেন আদালত। গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রূপা খাতুনকে চলন্ত বাসে পরিবহন শ্রমিকরা ধর্ষন করে। পরে তাকে হত্যা করে টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় ফেলে রেখে যায়।