দুই বাসের রেষারেষিতে তিতুমীর কলেজের ছাত্র রাজীব হাসানের হাত হারানো এবং মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট আইন সংশোধনের বিষয়ে জারি করা রুলের শুনানি শেষ।
২৩ মে রায় ঘোষনার দিন ঠিক করেছে হাইকোর্ট। সকালে হাইকোর্ট ডিভিশনের একটি দ্বৈত বেঞ্চে রুলে শুনানী শেষ হলে রায়ের এই দিন ধার্য করেন হাইকোর্ট।
গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুই বাসের রেষারেষিতে শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায় কলেজছাত্র রাজীবের। এ ঘটনায় হাইকোর্টে রিট করেন এক আইনজীবী।