কাতালোনিয়ায় জাতীয় দিবস উপলক্ষে বার্সেলোনার সড়কে অবস্থান নিয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। কাতালোনিয়ার স্বাধীনতার দাবির প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য তারা এই সমাবেশ করেন।
গত বছরের অক্টোবরে স্পেন থেকে আলাদা হওয়ার ব্যর্থ চেষ্টার পর এটাই কাতালোনিয়ার প্রথম বার্ষিক উৎসব।
বার্সেলোনার সড়কে লাল শার্ট পরা ও লাল-হলুদের কাতালোনিয়া পতাকা হাতে হাজারো মানুষ ঢোল ও বাঁশি বাজানোর পাশাপাশি স্বাধীনতার পক্ষে শ্লোগান দেন।
১৭১৪ সালে স্পেনের রাজা পঞ্চম ফিলিপের বাহিনীর কাছে বার্সেলোনার পরাজয় ও অঞ্চলটির স্বাধীনতা হারানোর ঘটনা স্মরণ করে দিনটিতে আঞ্চলিক ছুটি পালিত হয়।