আফগানিস্তানের কাবুলে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার দপ্তরের কাছে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। সংস্থাটির প্রবেশ পথের কাছে এই বিস্ফোরণ ঘটে। হতাহতরা সবাই বেসামরিক পথচারী।
হামলাকারী হেঁটে সেখানে এসেছিল বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। হামলার দায় স্বীকার করেছে আইএস।