কাশ্মির সীমান্তে হামলায় পাকিস্তানের সাত সেনা সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ভারত। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তাদের হামলায় ভারতের তিন সেনা নিহত হয়েছে।
সোমবার সকালে প্রথমে বিনা প্ররোচনায় পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখায় গুলিবর্ষণ এবং মর্টার হামলা চালায়। এরপরই ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দেয়।
এতে পাকিস্তানের সাত সদস্য নিহত ও চারজন আহত হয়। যদিও পাকিস্তানের সেনা মূখপাত্র তাদের ৪ সেনা নিহত হয়েছে বলে জানায়।