উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠকটি বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার কিমকে পাঠানো একটি চিঠিতে ট্রাম্প এ কথা জানান।
চিঠিতে ট্রাম্প বলেন, দুঃখজনকভাবে, কিমের সাম্প্রতিক বিবৃতিতে তীব্র ক্ষোভ ও শত্রুতাপূর্ণ আচরণ প্রকাশিত হয়েছে। তাই দুদেশের দীর্ঘদিনের পূর্বপরিকল্পিত বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার এখনই উপযুক্ত সময় নয়।
এদিকে, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে বৃহস্পতিবার দেশের একমাত্র পারমাণবিক পরীক্ষার স্থান ধ্বংস করেছে উত্তর কোরিয়া।