উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে তার আগামী মাসের নির্ধারিত ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠানে দেরি হতে পারে বলে জানিয়েছেন,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কিমের সঙ্গে বৈঠক নিয়ে আলোচনার জন্য হোয়াইট হাউজে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনকে স্বাগত জানানোর সময় ট্রাম্প একথা বলেন।
মুনের সঙ্গে আলোচনার শুরুতেই ট্রাম্প বলেছেন, বৈঠক যদি না হয়, তাহলে পরে তা হতে পারে। আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। গত ২৭ এপ্রিলে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ঐতিহাসিক শীর্ষ বৈঠকের পর ট্রাম্পের সঙ্গে কিমের এ বৈঠকের পট প্রস্তত হয়।