মাইটিভি সংবাদ কিশোরগঞ্জের প্রতিটি বাজারে সবজির দাম কমতে শুরু করেছে February 23, 2018 0 51 Share Facebook Twitter WhatsApp Linkedin Email Print Viber সরবরাহ পর্যাপ্ত থাকায় কিশোরগঞ্জের প্রতিটি বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। এছাড়াও মাংসের আগের দাম থাকলেও কিছুটা কমেছে মাছের দাম। তবে নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। বেড়েছে চালের দাম।