কুমিল্লার কাপ্তানবাজার গোমতি বেরিবাধঁ এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ভোররাত পৌনে ৪টার দিকে জেলার সদর উপজেলার কাপ্তানবাজার গোমতি বেরিবাধঁ এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-১১কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান জানান-কুমিল্লার মাদক ব্যবসায়ীদের তালিকাভুক্ত সবুকে আটকের জন্য র্যাব গোমতিনদীর বেরিবাধঁ এলাকায় অভিযান চালায়। র্যার এর উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা এলোপাতাড়ি গুলি ও ইট-পাথর নিক্ষেপ করতে থাকে।
র্যাবও আত্মরক্ষায় ১০ রাউন্ড শর্টগানের গুলি চালায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় গুরুত্বর আহত সহিদুল ইসলাম সবুকে আটক করে,কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।