কুমিল্লায় বাসে আগুন দিয়ে আটজন হত্যা মামলার বেগম খালেদা জিয়ার জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত।
একইসঙ্গে মামলার চার্জগঠন শুনানী আগামী ২৫ ফেব্রয়ারী ধার্য করা হয়েছে। দুপুরে কুমিল্লার জেলা ও দায়রা জজ মোঃ আলী আকবর এ আদেশ দেন।
এ মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদনের শুনানী ৪ বার পেছানো হলে হাইকোর্টের আজ ৪ ফেব্রয়ারীর মধ্যে নিস্পত্তির নির্দেশ দিয়েছিলেন।