কুমিল্লার মেঘনায় মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মেঘনা উপজেলার চন্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভূইয়া।
উপজেলা মহিলা লীগের আহবায়ক হালিমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেঘনা উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, নারী উন্নয়ন ও সমাজ সেবিকা মাহমুদা ভূইয়া।
এছাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মজিবুর রহমান মুজিব এবং মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি মেঘনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।