কুমিল্লায় বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার রাত ১টার দিকে জেলার সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকার শাহাপুরে এ ঘটনা ঘটে।
১০বিজিবি’র অধিনায়ক জানান, গতরাত ১টার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে।
এতে এক মাদক ব্যবসায়ী আহত হয়ে পড়ে থাকলে,তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।