কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয় থানার মহিষাডাঙ্গায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে ১টি পিস্তল ও ১টি বন্দুক উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় আহত হয়েছে পুলিশের দুই সদস্য। ভোরে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। এতে বন্দুকযুদ্ধে হতাহতের ঘটনা ঘটে।