ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক সমিতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রদের সাথে সংহতি জানিয়েছে। উপাচার্য জানিয়েছেন, কোটা সংস্কার এখন যৌক্তিক দাবি। তিনি আশা করছেন, দ্রুত এই দাবি বাস্তবায়ন করবে সরকার। এরই মধ্যে এই দাবি সরকার প্রধানের কাছে উত্থাপন করেছেন উপাচার্য।
সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে আসেন সুশীল সমাজ, ব্যবসায়ী ও শিক্ষকরা। তবে এসময় উপাচার্য ছিলেন তার কার্যালয়ে।
পরে উপাচার্য বলেন, তিনি ছাত্রদের দাবির সাথে সহমত পোষণ করছেন। এরপর শিক্ষক সমিতিও তাদের মতামত তুলে ধরে। উপাচার্যের সংহতি প্রকাশে আন্দোলনকারী ছাত্ররা উল্লাস করে।