চারিদিকে ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি৷ মায়াবী আলোয় সেজে উঠেছে স্টেজ৷ দর্শকাসনে বসে ফ্যাশন বিশেষজ্ঞরা৷ শুরু হল ব়্যাম্প ওয়াক৷
ডিজাইনার পোশাকে ক্যাটওয়াক করে স্টেজ মাতাচ্ছেন মোহময়ী সুন্দরী তন্বীরা৷ এমন সময় ঘটল ছন্দপতন৷ হাঁটতে হাঁটতে ব়্যাম্পে মুর্ছা যান এক মডেল৷ ছুটে আসেন সকলে৷
পরে জানা যায় মারা গিয়েছেন ওই মডেল৷ আকস্মিক এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সাও পাওলোতে৷ সেখানে চলছিল ফ্যাশন উইক৷ ২৭ এপ্রিল শনিবার ছিল ফ্যাশন সপ্তাহের শেষ দিন৷ আর শেষ দিনেই ঘটল অঘটনটি৷
উদ্যোক্তরা জানিয়েছেন, যে মডেল মারা গিয়েছে তাঁর নাম টেলস সোয়র্স৷ ২৬ বছর বয়সী এই মডেল ক্যাটওয়াক করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন৷ স্থানীয় মিডিয়া জানিয়েছে, ক্যাটওয়াক করে স্টেজে ফেরার সময় পড়ে যান টেলস৷
এরপরই স্টেজে ছুটে আসেন উদ্যোক্তরা৷ পরীক্ষা করে বোঝেন অবস্থা গুরুতর৷ সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানে মৃত্যু হয় ওই মডেলের৷ তবে মৃত্যুর কারণ এখনও পরিস্কার নয়৷ টেলসের আকস্মিক মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছে উদ্যোক্তরা৷