যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তি হয়েছে আরো প্রায় ১৬৩ জন।
এখনও রোমারো ক্যানিয়নে আটকা পড়ে আছে ৩শ মানুষ। গত মাসে দাবানলের কারণে অনেক এলাকা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ফলে বন্যা ও ভূমিধ্বসের ঘটনা হয়েছে।
অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে উপকূলীয় মন্টেসিটো শহর, এখানেই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে হাজারো ক্যালিফোর্নিয়াবাসীকে শহর ছাড়তে বলা হয়েছে।