ক্রমাগত জমির উচ্চ মূল্যের জন্য আবাসন ব্যবসায়ীরা দায়ী বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, আবাসন ব্যবসায়ীদের অসুস্থ প্রতিযোগীতার কারণে রাজধানীতে জমির দাম নাগালের বাইরে চলে গেছে।
এসময় তিনি আরো জানান, আগামী জুনের মধ্যেই ডিজিটাল পদ্ধতিতে জমির নামজারীর উদ্যোগ নেবে সরকার। অনুষ্ঠানে আবাসন ব্যবসায়ীরা জমির মূল্য বৃদ্ধির জন্য দায়ী করলেন রাজউক-কে।