আওয়ামী লীগ ক্ষমতায় টিকিয়ে রাখতে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
রোববার বিকেলে দলটির পল্টনের কেন্ত্রীয় কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, সরকারের সমর্থক গোষ্ঠী যদি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পায়, তাহলে বিএনপির পাওয়ারও অধিকার আছে।
তাই সোহরাওয়ার্দী উদ্যোনে তাদের সমাবেশ করার অনুমতি দেয়ার আহবান জানান বিএনপির এই নেতা।