সবার সম্মিলিত অংশগ্রহণে একদিন পাটের সুদিন ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় পাট দিবস ও বহুমুখী পাটজাত পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এসময় সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও পাটের উন্নয়ণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পাটের বহুমূখী ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এর সোনালী দিন ফিরিয়ে আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী কৃষিপণ্য হিসেবে পাটকেও প্রণোদনা দেয়ার ঘোষণা দেন। এর আগে পাট ক্ষেত্রে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।