কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে ফেনীর মহিপাল এলাকায় খালেদা জিয়ার গাড়ী বহরের কাছে দুটি বাসে পেট্রল বোমা মেরেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
বিকেল সাড়ে চারটার দিকে খালেদা জিয়ার গাড়িবহর ফেনীর মহিপাল অতিক্রম করছিল। এ সময় সেখানে একটি পেট্রল পাম্পের ৩০০ গজ দূরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে বাস দুটি পুড়ে যায়। তবে ঘটনার সময় বাস দুটিতে কেউ ছিল না বলে জানা গেছে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হয়নি।
এর আগে গত শনিবার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ফেনীর প্রবেশমুখে খালেদা জিয়ার গাড়িবহরের পেছনের দিকে থাকা গণমাধ্যমকর্মীদের গাড়িতে হামলা হয়।