কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ওকালত নামায় স্বাক্ষর করতে দিচ্ছে না বিএনপির আইনজবীবীদের এমন অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাদের এ অভিযোগ সঠিক নয়। জেলকোড অনুসরণ করে যেটাই খালেদা জিয়ার কাছে গিয়েছে, সেটি সঠিকভাবেই হয়েছে।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিএনপিকে জনসভা করার অনুমতি দেয়া হচ্ছে না তাদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, পুলিশ যখন মনে করে সভায় বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বা আশঙ্কা থাকে তখনই তারা সভা থেকে বিরত থাকতে বলে।