সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে গাজীপুর এবং খুলনা সিটির আসন্ন নির্বাচনে সেনা মোতায়েন এবং ইভিএম পদ্ধতি বাতিলের দাবী জানিয়েছে বিএনপি।
সকালে রাজধানীতে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবী করেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার নামে তামাশা করা হচ্ছে অভিযোগ করে তার মুক্তি দাবী করেন তিনি।
এ সময় রিজভী বলেন, চিকিৎসা না করাতে সম্পূর্ণ প্রহসন করতে গতকাল পিজি হাসপাতালে বেগম খালেদা জিয়াকে আনা হয়েছিল। নানা রোগে আক্রান্ত হয়েও বিন্দুমাত্র দমে যাননি বিএনপি নেত্রী।
তিনি আরো বলেন, সম্প্রতি খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দুইটি সিটি নির্বাচনে লেভেল ফিল্ড প্লেইং গঠনের জন্য ইবিএস বাতিল করে সেনা বাহিনী মোতায়েনসহ নেতা কর্মীদের মুক্তি দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরি করার জোর দাবি জানান রিজভী।