এ দিকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
বিক্ষোভ মিছিলের শুরুতে পথ সভায় রাজনৈতিক প্রতিহিংসার কারনে বেগম জিয়াকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেন।