বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায়কে ঘিরে, কেউ যদি কোন ধরনের বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করে তাহলে প্রচলিত আইনেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
উন্নত টেকনোলজির কারণে অপরাধ কমেছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে দাগী সন্ত্রাসীদের দিকে গোয়েন্দা নজরদারী থাকছে, তাদের তালিকা প্রসঙ্গে কথা বলেন তিনি।
২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে যে নৃশংসতা চালানো হয়েছে তা আর হতে দেওয়া হবে না। গণতান্ত্রিক আন্দোলনের নামে ওই সময় গাছ পর্যন্ত কেটে ফেলা হয়েছে।
জাতীয় সম্পদে আগুন দেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে জনগণের জানমালে আঘাত আসতে পারে এমন পরিস্থিতি মোকাবেলা করা হবে বলেও জানান তিনি।
বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার রায় ঘিরে নগরবাসীর মনে আতঙ্ক ও ভীতি সৃষ্টিকরা হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সম্মানীত নাগরিকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওয়তায় আনা হবে বলেও জানান তিনি।