রাজধানীর খিলক্ষেত এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রাত সোয়া ১ টার দিকে র্যাব-১ এর সাথে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব জানায়, রাতে ৪ থেকে ৫ জন মাদক বিক্রেতারা খিলক্ষেত ৩০০ ফিট রাস্তার পাশে ডুমনিতে মাদক ব্যবসার প্রস্তুতিকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাবের দিকে গুলি ছুড়ে, র্যাব ও পাল্টা গুলি করলে ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এসময় র্যাবের ২ সদস্য আহত হয়।