খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ভোররাত সোয়া ৩টার দিকে নগরীর বাগমারা ব্যাংকার্স মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
খুলনা সদর থানার উপপরিদর্শক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে মাদক ব্যবসায়ী রাজু ও মানিক শেখকে আটক করা হয়।
এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ তাদের নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে বন্দুকযুদ্ধ হয়। এসময় দুই মাদক ব্যবসায়ী নিহত এবং পুলিশের পাঁচ সদস্য আহত হয়।