উত্তাল গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট প্রাসাদে গিয়ে প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে টেলিভিশনে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে সাদ হারিরি বলেন, দেশে অচলাবস্থা দেখা দিয়েছে। এ অবস্থায় রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে দেশকে রক্ষা করা। সাদ হারিরির পদত্যাগের পর লেবাননের আইন অনুযায়ী নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিসভাই দেশ পরিচালনা করবে।
সাদ হারিরির পদত্যাগের পর লেবাননের আইন অনুযায়ী নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিসভাই দেশ পরিচালনা করবে।