গণমাধ্যমে বৈষম্য চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ওয়েজবোর্ড বা বেতন যাই হোক এ ক্ষেত্রে কোন বৈষম্য নয়। সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ২৬টি ইনফরমেশন কমপ্লেক্স নির্মান সম্পন্ন হয়েছে। সরকারি অনুদানে নির্মিত ছবি তৃণমূলে পৌঁছাতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তারানা হালিম। দেশী চ্যানেলগুলোকে সামনে রাখতে ক্যাবল অপারেটরদের প্রতি আহবান জানান তিনি।