গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের শহরের সিটি ব্যংকের সামনে এই দুর্ঘটনা ঘটে।
মরদেহ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। নিহত মিজানুর রহমান (৩২) ফুলবাড়ী ইউনিয়নের বড়সোহাগী গ্রামের জসীম উদ্দিনের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, সিটি ব্যাংকের সামনে বগুড়ামুখী একটি ট্রাক বাইসাইকেল চালক মিজানুরকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
দ্রুত পালিয়ে যাওয়ায় ট্রাকটি আটক করা যায়নি।