অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অন্তত ৯০টি রকেট নিক্ষেপ করেছে গাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হামাস।
ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, শনিবার গাজা উপত্যকা থেকে এই হামলা চালানো হয়েছে। রকেট নিক্ষেপের পাল্টা পদক্ষেপ হিসেবে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ।
নিহত শিশুর নাম সাবা আরার। তার বয়স এক বছর দুইমাস। হামলায় তার মাও মারাত্মক আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি সেনা মুখপাত্র দাবি করেন, তারা শুধু সামরিক স্থাপন লক্ষ্য করে হামলা চালিয়েছে।