গাজীপুর সিটি করপোরেশনের সালনা বাজার এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকালে সালনা বাজার এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনার পর ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।