গাজীপুরের শ্রীপুরে জারবা টেক্সটাইল মিলের কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গতরাতে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় ভবনের সমস্ত থাইগ্লাসের দরজা জানালা দুমরে মুচরে যায়। পাশের ভবন গুলো ক্ষতিগ্রস্থ হয়। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, গ্যাসের অতিরিক্ত চাপের কারণে জেনারেটর রুমের পাশে গ্যাস লাইন ফেটে আগুন বের হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ।