গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থীরা আজও চালাচ্ছেন প্রচারণা। শুক্রবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ড থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম প্রচারণা শুরু করেন। এছাড়াও তিনি টঙ্গী সাতাইশসহ বিভিন্ন এলাকার প্রচারণা চালান।
অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার সকালে মহানগরের সালনা এলাকায় প্রচারণা শুরু করেন। এসময় প্রশাসনকে তিনি আবারও নিরপেক্ষ ভুমিকা পালন করার আহবান জানান।
মেয়র প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। ভোটাররা কাকে ভোট দেবেন তার জন্য নিজেদের দিকে নিতে চেষ্টা করেন।