এস এম আরিফ
আবারো গিনেস বিশ্ব রেকর্ডে বাংলাদেশ। এবার ফোরহেড ব্যালেন্সডে, সারিবদ্ধ ৬শ কাপ মাথায় ভারসাম্য রেখে নতুন রেকর্ড গড়েছেন নোয়াখালীর ছেলে কনক কর্মকার।
গিনেস কর্তৃপক্ষের ১০ সেকেন্ডের চাহিদা থাকলেও, ১ মিনিট ৬ সেকেন্ডের ভিডিও বানিয়ে এই অর্জন তার। সহযোগীতা পেলে আরো রেকর্ড গড়ার স্বপ্ন বাংলাদেশের এই ফুটবল ফ্রি-স্টাইলারের। তরুণ প্রতিভা কনক কর্মকারের অর্জন ও ভবিষ্যত ভাবনার নিয়ে এই আয়োজন।