গ্রিসে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ১৬ জনের মৃত্যুর কথা বলা হয়।
পরে শনিবার রাজধানী এথেন্সের পশ্চিমে নতুন করে আরও তিনটি মরদেহের সন্ধান মেলে। দেশটির ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।
এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা। বন্যাকবলিত এলাকাগুলোতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।