রাশিয়া বিশ্বকাপে প্রথম পর্বের শেষ দিন আজ রয়েছে চারটি ম্যাচ। গ্রুপ ‘এইচ’ থেকে দিনের প্রথম ম্যাচে জাপনের প্রতিপক্ষ পোল্যান্ড। ভলগাগ্রোদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। সামারায় একই সময় একই গ্রুপ থেকে সেনেগাল খেলবে কলম্বিয়ার বিপক্ষে।
রাত বারোটায় বিগ ম্যাচে গ্রুপ ‘জি’ থেকে ইংল্যান্ডের মুখোমুখি হবে বেলজিয়াম। একই সময় পানামা লড়বে তিউনিশিয়ার বিপক্ষে। গ্রুপ সেরা হবার মিশনে আজ একে অপরের মুথোমুখি হবে বেলজিয়াম-ইংল্যান্ড।
দুই ম্যাচ খেলে সমান ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দুই দল ইংল্যান্ড আর বেলজিয়াম। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের প্রথমে রয়েছে ইংলিশরা।