ঘুর্নিঝর ফণির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বঙ্গমাতা ফুটবলের ফাইনাল। ম্যাচ বাতিল হওয়ায় বাংলাদেশ ও লাওসকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানান, সবার সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত। ম্যাচ রেফারি ও টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্ত মেনে নিয়েছে দুই দলই।
যৌথ চ্যাম্পিয়ন হওয়ায় ফাইনালের সম্পূর্ণ অর্থ পুরস্কার ভাগাভাগি করে নেবে বাংলদেশ ও লাওস।