সরকারের সব ধরণের প্রস্তুতির পরও ঘূর্ণিঝড় ফণী নিয়ে বিএনপির মিথ্যাচারের রাজনীতি জাতিকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সার্বক্ষণিক মনিটরিং সেল উপকূলসহ সব এলাকায় যোগাযোগ রক্ষা করে চলেছে।
রাজধানীর ধানমন্ডীতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড়ে বড় ধরণের ক্ষতির আশংকা না থাকলেও যেকোন পরিস্থিতি মোকাবেলার উদ্যোগ নেয়া হয়েছে।