শুরু হয়ে গেল ভ্যালেন্টাইন সপ্তাহ। ‘রোজ ডে’ বা গোলাপ দিবস দিয়েই সূচনা ভালবাসার এই বাৎসরিক পর্বের। আর অবশ্যই শুরু, ভালবাসার মানুষটিকে উপহার দেওয়ার ও পাওয়ারও।
নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেকেই এখন স্মার্টফোন উপহার দেন তাঁর ‘ভ্যালেন্টাইন’কে। অনেকের আবার ইচ্ছে থাকলেও তা কেনা হয়ে ওঠে না শুধুমাত্র দামের জন্য। এবার সুখবর রয়েছে তেমন প্রেমিকদের জন্য।
২০১৮ সালের শুরুতেই বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে ভারতের বাজারে। পাশাপাশি, বেশ কিছু নামী মোবাইল কোম্পানি তাদের জনপ্রিয় কয়েকটি মোবাইলের দামও কমিয়েছে।
আগামী দিনেও এমন দাম কমার সম্ভাবনা রয়েছে বেশ কিছু মোবাইল সেটের। এখানে রইল তেমনই একটি তালিকা, সঙ্গে তাদের ‘লেটেস্ট’ দাম—
• স্যামসাং
– গ্যালাক্সি জে৭ নেক্সট (১০,৪৯০ টাকা)
– গ্যালাক্সি জে৭ প্রাইম (১৩,৯০০ টাকা)
• নোকিয়া
– নোকিয়া ৫ (১২,৪৯৯ টাকা)
– নোকিয়া ৮ (১২,৪৯৯ টাকা)
• ভিভো
– ভি ৭ (১৬,৯৯০ টাকা)
– ওয়াই ৬৯ (১৩,৯৯০ টাকা)
– ওয়াউ ৫৫ (১২,৪৯০ টাকা)
• অপ্পো
– এ ৭১ (৯,৯৯০ টাকা)
• আসুস জেনফোন
– জেনফোন ৩ ম্যাক্স ZC520TL (৮,৪৯৯০ টাকা)
– জেনফোন ৩ ম্যাক্স ZC553KL (৯,৯৯৯০ টাকা)
– জেনফোন ম্যাক্স ZC550KL (৭,৪৯৯ টাকা)
– জেনফোন গো ৫.০ (৬,৪৯৯ টাকা)
– জেনফোন গো ৫.৫ (৬,৯৯৯ টাকা)