এবারের জন্মদিনটা একটু বেশিই আনন্দে কাটবে সালমান খানের। কারণ, সদ্য মুক্তি পাওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তির মাত্র পাঁচদিনের মাথায় দু’শো কোটি টাকার ব্যবসার দোরগোড়ায় দাঁড়িয়ে এই সিনেমা!
গত সপ্তাহের শুক্রবার রিলিজের পরে ইতিমধ্যেই ১৮৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবিটি। তারই মধ্যে বুধবার ৫২ বছরে পা রাখলেন সালমান খান। জন্মদিনে সালমানকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের আর এক খান— শাহরুখ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘তুমি আরও হাজার বছর বাঁচো।’ মঙ্গলবার রাত থেকেই হালকা মেজাজে দেখা গিয়েছে সালমনাকে। গতকাল রাতে বান্ধবী ক্যাটরিনা কাইফ ও পরিবারের সদস্যদের সঙ্গে পনভেল ফার্ম হাউসে পার্টি করতে দেখা গিয়েছে সল্লুকে।
ক্যাট ও সল্লুকে একসঙ্গে ফ্রেম বন্দি করেন ফটোগ্রাফাররা। টাইগার জিন্দা হ্যায়–এর হিট করার অন্যতম কারণ হিসাবে ক্যাটরিনাকেই চিহ্নিত করেন সালমান খান। তিনি বলেন, ‘টাইগার জিন্দা হ্যায়–তে অসাধারণ অভিনয় করেছে ক্যাটরিনা। ওর জন্যই ছবিটা এত সফল।’