অবাক করা খবরই বটে। কোনো পুরনো সিনেমা একসঙ্গে ৮ হাজার সিনেমা হলে একযোগে প্রদর্শিত হবে! তাও আবার অন্য দেশে! হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি।
বলিউড মাতানো সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমাটি একযোগে চীনের ৮ হাজার সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। ভারতীয় গণমাধ্যম এর পরিবেশ সংস্থার বরাতে এই তথ্য জানানো হয়েছে।
আগামী ২ মার্চ, চীনা ল্যান্টার্ন ফেস্টিভ্যাল উপলক্ষে সেখানে মুক্তি পাবে ‘বজরঙ্গি ভাইজান’। আর এর মাধ্যমেই প্রথমবারের মতো সালমান খান অভিনীত কোনো ছবি চীনে মুক্তি পেতে যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৫ সালে ভারতে মুক্তি পায় কবির খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’। মুক্তির শুরুতেই হইচই ফেলে দেয়া সিনেমাটিতে সালমান খান ও কারিনা কাপুরের সঙ্গে অভিনয় করে তারকা বনে গেছে শিশু শিল্পী হারশালি মালহোত্রা।