যুক্তরাষ্ট্র যদি ২০১৫ সালের ইরান ও পশ্চিমা শক্তির দেশগুলোর মধ্যে করা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যায় তাহলে এর জন্য ঐতিহাসিক দুঃখের মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে রুহানি বলেন, ট্রাম্পের যে কোন সিদ্ধান্তের বিরুদ্ধে পরিস্থিতি মোকাবেলায় ইরানের জনগণ সবসময় প্রস্তত রয়েছে।
দীর্ঘদিন থেকেই ইরানের সাথে করা পরমাণুু চুক্তি বানচালের হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা এ সমঝোতা থেকে বের হয়ে যাবে কিনা সে বিষয়ে আগামী ১২ জুন চূড়ান্ত ঘোষণা দেবেন ট্রাম্প।