জনপ্রিয় ইউটিউবার ও অনুষ্ঠান নির্মাতা তৌহিদ আফ্রিদির জন্মদিন উদযাপন করেছে মাই টিভি পরিবার। রাজধানীর হাতিরঝিলের নিজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে পালন করা হয় দেশের জনপ্রিয় ইউটিউবারের জন্মদিন।
জন্মদিন উপলক্ষ্যে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। এসময় তিনি তৌহিদ আফ্রিদির পথচলায় সবার কাছে দোয়া কামনা করেন।
মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বলেন, তৌহিদ আফ্রিদী দেশকে অনেক কিছু দিতে পারবে। মাইটিভি পরিবারের সমর্থন নিয়ে বহুদূরে অগ্রসর হবে বলেওয় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় নিজের অনুভূতির জানান তৌহিদ আফ্রিদী। বলেন, আমাকে সবাই মাইটিভির সন্তান হিসেবে সবাই চেনে। আমার প্রথম পরিচয় আমি মাইটিভির সন্তান, আমার দ্বিতীয় পরিচয় আমি একজন অ্যাঙ্কার আর তৃতীয় পরিচয় আমি একজন ইউটিউবার।
তার জন্মদিনে উপস্থিত থাকেন মাইটিভি পরিবারের সদস্যরা। তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। কেক কাটা ও শুভেচ্ছা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মাইটিভি ভবনে।