জাতীয় পার্টি এখন আর দাবার গুটি নয়, রাজনীতির বড় ফ্যাক্টর বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনেই এর প্রমাণ মিলেছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ক্ষমতায় এসে কোন রাজনৈতিক দলই কথা রাখেনি মন্তব্য করে তিনি বলেন, আগামীতে ক্ষমতায় গেলে আগের মতই দেশের উন্নয়ন করবে জাতীয় পার্টি।
এরশাদ বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি ফ্যাক্টর। এই দলের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ তিনবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। এবার জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করার চিন্তা করছে।