জাপানের একটি আবাসিক ভবনে অগ্নিকাণণ্ডে অন্তত ১১জন নিহত হয়েছে। ওই বাড়ীতে ১৬ জন বসবাস করতেন। এদের মধ্যে অগ্নিনির্বাপক কর্মীরা ৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
বুধবার রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির উত্তরাঞ্চলের শহর সাপোরের ৩ তলা ওই ভবনটিতে বসবাসকারীদের বেশির ভাগই প্রবীণ।
সমাজকল্যাণমূলক একটি প্রতিষ্ঠান ওই বাড়ীতে থাকা মানুষদের বসবাস ও কাজ খুঁজে দেওয়ায় সহায়তা করত। আগুন লাগার কারণ খুঁজে বের করতে অনুসন্ধান চালাচ্ছে কর্তৃপক্ষ।