শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ও বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর হাসান ওরফে ফয়জুল ওরফে শফিকুর জঙ্গিবাদে বিশ্বাসী বলে প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব।
সিলেট র্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ র্যাবের ব্রিফিং এ কথা জানিয়েছেন। দুপুর ৩টায় র্যাব-৯ এর সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
কর্নেল আলী হায়দার আজাদ বলেন, ফয়জুরের কাছ থেকে র্যাব বিভিন্ন ধরনের তথ্য পেয়েছে। সেই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে র্যাব তিন জনকে জিজ্ঞাসাবাদ করেছে।
এ ধরনের হামলা কেউ একা করতে পারে না। তার সঙ্গে আরও কেউ ছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশের পাশাপাশি আলোচিত এ ঘটনার ছায়া তদন্ত করবে র্যাব।