বরকত হোসেন মৃধা:
ঝালকাঠিতে জনপ্রিয় হচ্ছে রুপালি ১ জাতের তুলার চাষ। এখন মৌসুমে সাদা তুলায় ভরে গেছে ক্ষেত। আর বাগান থেকেই তা চলে যাচ্ছে চুয়াডাঙ্গার কটোন মিলে।
দামও মিলছে ভালোই। তুলা চাষ এ অঞ্চলের কৃষকদের একটি নতুন সম্ভাবনা বলে মনে করছে কৃষি বিভাগ।
আশপাশের কয়েকটি জেলায় রফতানি করা হচ্ছে ঝালকাঠির তুলা চাষীদের নতুন জাতের এই তুলা। এই তুলা চাষের মাধ্যমে তাদের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে।