টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে শিক্ষার্থী রুপা গণধর্ষণ ও হত্যার মামলায় আদালতে আজ ৬ষ্ঠ বারের মতো ময়নাতদন্তকারী চিকিৎসকসহ ৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছে।
এ নিয়ে মামলার বাদিসহ ১৯ জনের আদালতে সাক্ষি ও জেরা সমাপ্ত হলো। আগামীকাল মামলার আসামীদের ১৬৪ ধারা জবানবন্দি লিপিবদ্ধকারী ৪ ম্যাজিস্ট্রেট সাক্ষীর জন্য আদালত দিন ধার্য করেছে।
টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া দুপুরে এই চাঞ্চল্যকর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু করেন।