টাঙ্গাইলে পাঁচ দফা দাবিতে জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতি ও বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকা পরিবহন ধর্মঘট চলছে।
সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। গত ১২ ফেব্রুয়ারি রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি ও চালক মো. শাহজাহান মিয়াকে হত্যার ঘটনায় জড়িতদের সাত দিনের মধ্যে গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাত দিনের আল্টিমেটাম দেয়া হয়।
সব দাবি বাস্তবায়ন না করায় এই ধর্মঘট শুরু করেছে বাস-কোচ-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়ন